পৃষ্ঠাসমূহ

বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

শরৎতের ভাল লাগা

মোঃ আলিম উদ্দিন শরৎতের পরন্ত বৃষ্টিতে ঘরের জানালা খুলে রিমযিম শব্দ শুনতে কারনা ভালো লাগে । শরৎতের এই দিনে বিলের পানিতে ভেসে থাকা হরেক রকম ফুল গাছ আর পাতালতা। আরও ভালো লাগে চা খেতে খেতে মনের কল্পনার হ্রদয়ের রংতুলিতে ছবি আঁকতে । ভালো লাগে ছন্দতুলে জলজ পাখিদের এলোমেলো বেসে বেড়ানো দেখতে। আরো ভালো লাগে ডাইরিতে দুইটি কবিতার লাইন লেখে প্রিয়জনকে উপহার দিতে । শরৎতের এই দিনে ঝড়ো বাতাসের তালে তালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে । জানি আমার লিখার প্রত্যেক শব্দ বাক্য ইতিপূর্বে বহু সাহিত্যিক লেখে সমাপ্ত করেছেন । তবোও ভালো লাগে মনে হয় আমিই প্রথম লেখছি । ০৬-১০-২০১৫ইং